গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা জেলার সদর বাস টার্মিনাল এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে (১) শ্রী কাজল চন্দ্র বর্মন(৩০) পিং শ্রী বিনোদ চন্দ্র বর্মন সাং তেতুলিয়া (ফরিদপুর) থানা মিঠাপুকুর জেলা রংপুর নামে এক ভুয়া ডিবি পুলিশ গাইবান্ধা জেলার ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। গত দশ বারো দিন ধরে কাজল চন্দ্র বর্মন বাস টার্মিনাল চত্বরে ডিবি পুলিশ পরিচয়ে ঘোরাফেরা করে। ইং২৮-১০-২০২০ তাং ১২.৩০ মিনিটের সময় টার্মিনাল চত্বরে রিঙ্কু মিয়া(২৬) নামে এক ব্যক্তি কে ডিবি পরিচয় দিয়ে তাকে মাদক মামলার ভয় দেখিয়ে ৫০০০ টাকা চাঁদা আদায় করে। পরের দিন পুনরায় টার্মিনাল চত্বর এলাকায় আব্দুর রশিদ ওরফে কানা রশিদ(৫৫) ও সুইপার রুবেল বাসফোর (৩০) দ্বয়কে মাদক মামলার ফাঁসানোর ভয় দেখিয়ে ২০০০ টাকা চাঁদা আদায় করে। বিষয়টি ওসি, ডিবি, গাইবান্ধা অবহিত হলে গোপনে অনুসন্ধান ও নজরদারি শুরু করেন। গত ইং ৩০-১০-২০২০ তারিখ০৩.৪৫ মিনিটের সময় কাজল চন্দ্র বর্মন টার্মিনাল এলাকায় এসে শৌচাগারের নিকট হাবিবুর রহমান শান্ত(২৮) নামে এক ব্যক্তি কে মাদক মামলার ভয় দেখিয়ে ৫০০০ টাকা চাঁদা দাবি নতুবা ডিবি অফিসে নিয়ে যাওয়ার ভয় দেখালে গাইবান্ধার ডিবি পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় এবং ভুয়া ডিবি পুলিশ কাজল চন্দ্র বর্মন কে আটক করে । ঘটনাস্থলের উপস্থিত লোকজনের সামনে জিজ্ঞাসাবাদে শ্রী কাজল চন্দ্র বর্মন ডিবি পুলিশের পরিচয় ও মাদক মামলার ভয় দেখিয়ে চাঁদা আদায়ের কথা স্বীকার করে।
