গত ৩১ অক্টোবর ২০২০ খ্রিঃ দিবাগত রাতভর অভিযান চালিয়ে এসআই শফিকুল,এসআই জহুরুল,এসআই আল মামুন,এএসআই মোমিনুলদের সমন্বয়ে একটি টিম নারী নির্যাতন,জুয়া ও মাদক মামলার ওয়ারেন্ট মূলে আসামী ১।সোহেল রানা(২৭)পিতা এনামুল সাং রামপুরা ২। আয়নাল হক @ পচা মিয়া(৪০) পিতা মুনু মিয়া সাং হরিপুর ৩।এনামুল হক(৩৫) পিতা মুনসুর আলী সাং ক্রোড়গাছা ৪।নয়ন(৩৫) পিতা মৃত চাঁদ মিয়া সাং রামপুরা ৫।হান্নান (২৬) পিতা সামাদ সাং হরিরামপুর ৬। হারুন(৪০) পিতা মৃত সিরাজুল সাং ক্রোড়গাছা ৭। সাজু মিয়া(২৭) পিতা মৃত সাত্তার সাং হরিপুর ৮।জামিল(৩০) পিতা কাশেম সাং পূর্ব হরিপুর ৯। মাহফুজার(২০) পিতা মান্নান সাং রাজা বিরাট ১০।সুভাষ চন্দ্র(৩৮) পিতা মৃত বাচ্চা দাস গ্রাম বাজুনিয়া পাড়া ১১।আবু সাঈদ ডন(৪০) পিতা জাফরুল সাং বুজরুক বোয়ালিয়া সর্ব থানা গোবিন্দগঞ্জ জেলা গাইবান্ধাদের এবং নিয়মিত মামলার আসামি হিসাবে ১২। ফারুক(২২)পিতা আনিছুর সাং মধ্য বাসুদেবপুর ১৩। সজিব(২৪) পিতা রুহুল আমিন গ্রাম পালপাড়া উভয় থানা হাকিমপুর জেলা দিনাজপুর ও ১৪। আমিনুল(২৪) পিতা মৃত ছালাম শেখ সাং কালাই কর্ণিপাড়া থানা কাহালু জেলা বগুড়াদের অত্র থানা এলাকার বিভিন্ন স্থান হতে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য যে, আসামী জামিল এর বিরুদ্ধে ০৪টি গ্রেফতারী পরোয়ানা ছাড়াও সে ০১টি নারী নির্যাতন মামলার নিয়মিত আসামী।

