গাইবান্ধা প্রতিনিধি :-
গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার বহুল আলোচিত উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন মিয়া যার অপকর্মের খবর ইতিপুর্বে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়েছে। সেই মতিন মিয়াকে অবশেষে সাময়িক অব্যাহতি প্রদান করেছে জেলা কমিটি।
আজ শুক্রবার (২৩ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছে সাদুল্লাপুর উপজেলা কৃষকলীগের সভাপতি জহুরুল হক।
তিনি জানান সাদুল্লাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও সাদুল্লাপুর উপজেলা কৃষকলীগসহ বিভিন্ন ইউনিয়ন শাখার তৃণমূল নেতাকর্মীরা আব্দুল মতিন মিয়ার বিরুদ্ধে নানাবিধ অভিযোগপত্র জেলা কমিটির বরাবরে দাখিল করে। এ সংক্রান্ত গৃহিত অভিযোগগুলো পর্যালোচনা করে মতিনের কাছে ১৫ দিনের মধ্যে জবাব চেয়ে ২০ অক্টোবর কারণ দর্শানো নোটিশ প্রদান করে জেলা কমিটি। একই সঙ্গে কৃষকলীগ সাদুল্লাপুর উপজেলা শাখার সকল কর্মকাণ্ড হতে বিরত থাকার জন্য সাময়িক অব্যাহিতও দেওয়া হয় মতিন মিয়াকে।
কৃষকলীগ গাইবান্ধা জেলা শাখার সভাপতি হাসান মাহমুদ সিদ্দিক ও সাধারণ সম্পাদক দীপক কুমার পাল স্বাক্ষরিত ওই নির্দেশপত্রে আরো বলা হয়, আগামী ১৫ দিনের মধ্যে মতিন মিয়া জবাব দিতে ব্যর্থ হলে তাকে চূড়ান্তভাবে অব্যাহতি দেওয়া হবে।

