গাইবান্ধা প্রতিনিধি :-
গাইবান্ধা সদর থানা পুলিশের বিশেষ অভিযানে
৭ জন আইপিএল জুয়ারু গ্রেপ্তার ঘটনাস্থল গাইবান্ধা সদর রামচন্দ্রপুর ইউনিয়নের জলদিঘির মোড় ,পাকারমাথা আসামি মোস্তফা কামালের দোকান থেকে সকলকে আইপিএল জুয়া খেলার সময় আটক করা হয়!
(১) মোস্তফা কামাল(২৬) পিতা সবুর আলী (২)শহিদুল ইসলাম (২৫) পিতা আব্দুল মান্নান (৩)রেজাউল করিম (২৮) পিতা জিন্নাত সরকার (৪) জহুরুল ইসলাম (৪০) পিতা-মৃত মোজাফফর সকলের গ্রাম রামচন্দ্রপুর পাকারমাথা (৫)আনন্দপাল (২৫) পিতা-মৃত অনিল চন্দ্র পাল গ্রাম সাবুত খালি পালপাড়া (৬) আনোয়ারুল হক (৩৫) পিতা মৃত নইমুদ্দিন (৭) সচিন্ত চন্দ্র (২৮)পিতা মনোরঞ্জন চন্দ্র উভয়ের গ্রাম সাউথখালী রামচন্দ্রপুর সকলে থানা জেলা গাইবান্ধা ।
জীত আসামিদের নিকট থেকে জুয়া খেলার সরঞ্জাম খাতা ,মোবাইল ফোন ,টাকা ইত্যাদি উদ্ধার করা হয়েছে।

